পশ্চিম বর্ধমান জেলা পরিষদ

Login
:- 03412252627 /28 /29 /30
:- psbzp2017@gmail.com

Latest News

   প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)        Swachh Bharat Mission - Grameen (SBM-G)        CHCMI (Community Health Care Management Initiative)    

প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)

Publish Date - 2/29/2024

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) এর মূল উদ্দেশ্য হল, - দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন

     SECC (Socio Economic Cast Census) তালিকা থেকে উপভোক্তা নির্বাচিত হনপ্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে তিনটি কিস্তিতে ,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা প্রদান করা হয়প্রথম কিস্তিতে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার ) যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ, তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে ১০,০০০/- ( দশ হাজার) টাকা যার মাধ্যমে বাড়ির ছাদ ও জানালা, দরজা, প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন করা হয়নির্মিত গৃহটির এলাকার ন্যুনতন পরিমাপ ২৫ বর্গমিটার বা ২৭০ বর্গফুট হতে হবেপ্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নির্দিষ্ট ব্যাঙ্ক আযাকাউন্টে এফ.টি:. (Fund Transfer Order)-এর দ্বারা সরাসরি প্রদান করা হয়প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারী আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেনবাড়ির নির্মাণ কার্য শেষ হওয়ার পর উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেওয়ালে লিপিবদ্ধ করা হয়

       পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে সাফল্যের সাথে রূপায়ন করে চলেছেকাজের তদারকি সহ কাজটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন মহকুমা ভিত্তিক পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকবৃন্দকে নিয়ে বিভিন্ন সময়ে সভা করে থাকেনএই জেলায় ৬২ টি গ্রাম পঞ্চায়েতে স্থায়ী অপেক্ষমান তালিকা (পার্মানেন্ট ওয়েট লিষ্ট) প্রস্তুত করা হয়েছে এবং এই তালিকা থেকে রাজ্য দ্বারা নির্ধারিত কোটা অনুসারে ২০১৬-১৭ আর্থিক বৎসরে ৩০২১ জন ও ২০১৭-১৮ আর্থিক বৎসরে ৪০৫৬ জন এবং ২০১৮-১৯ আর্থিক বৎসরে ৯৯৯৮ জন, ২০১৯-২০ আর্থিক বৎসরে ৮১১৪জন, ২০২০-২১ আর্থিক বৎসরে ৩৮৭৫ জন, ২০২১-২২ আর্থিক বৎসরে ১০৮ জন অর্থাৎ উক্ত প্রকল্পটি প্রারস্তিক লগ্ন থেকে এখনো পর্যন্ত ২৯১৬৭ জন উপভোক্তা নিজ বাড়ি নির্মানের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত ২৮৪০২ জন (৯৭.৩৮ শতাংশ) উপভোক্তা নিজ বাড়ি নির্মানের কার্য শেষ করে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য উপভোগ করছেন।

        এছাড়া নতুন আবাস প্লাস তালিকায় ১৮৭২৯ জন ঘর পাবার জন্যে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ২০২২-২৩ আর্থিক বৎসরে ৬৯৪৫জন ঘর তৈরির জন্য অনুমোদন পেয়েছেন।

          এম.জি.এন.আর.জি.এস প্রকল্পের তরফ থেকে মোট ৯০ দিনের মজুরি প্রদান করা হয়সুতরাৎ, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এখানকার দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মানব জীবনের প্রায় সমস্ত সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)

 

District Name

Financial Year

No. of person Benefitted

 
 

Paschim Bardhaman

2016-17

3021

 

2017-18

4056

 

2018-19

9993

 

2019-20

8114

 

2020-21

3875

 

2021-22

108

 

TOTAL

29167

 

 

AWAAS PLUS LIST

 

District Name

Finencial Year

No. of person Benefitted

 
 

Paschim Bardhaman

2022-23

6945
(House Sanctioned)